২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্রগ্রাম বিভাগের বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালা ২০১৭ সফলভাবে সম্পন্ন

আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল শক্তিশালী করতে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নেতাদের নিয়ে কর্মশালা করে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারসহ নানা নির্দেশনা দিচ্ছেন ছাত্রলীগের নেতারা।

এরই অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালার আয়োজন করে ছাত্রলীগ। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, সরকারি কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তৃণমূল নেতাদের বক্তব্য শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের প্রাণ এই সংগঠনের নিবেদিত কর্মীরা। আপনাদের সুশৃঙ্খল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া এখন আমাদের মাধ্যমে সম্ভব। এই সোনার বাংলা যেন মাদকের কবলে গ্রাস না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় হতে হবে। গত ৮ বছরে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন প্রকল্প ও এর বাস্তবায়নের চিত্র তুলে ধরতে হবে। ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ এর অগ্রগতি জানান দিতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতার পাশাপাশি নিজ এলাকায় নিরক্ষর মানুষদের স্বাক্ষরজ্ঞান দানে কাজ করতে হবে।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করারও আহ্বান জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, আত্মা ছাড়া যেমন দেহের মূল্য নেই, তেমনি কর্মী ছাড়া সংগঠনের মূল্য নেই। আপনারা ছাত্রলীগের নেতা-কর্মী। আপনারাই ছাত্রলীগের প্রাণভ্রমরা। আপনাদের সুশৃঙ্খলা নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সব নির্দেশনা বাস্তবায়নে আপনাদের নিরলস পরিশ্রম করতে হবে।

এসময় ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি কাজী এনায়েত, সহ-সভাপতি  এম আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু, সহ-সভাপতি মশিউর রহমান শরিফ, সহ-সভাপতি আদিত্য নন্দি, সহ-সভাপতি সাকিব হাসান সুইম, সহ-সভাপতি আসিফুল্লাহ মিথুন, সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, যুগ্ম সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, সাংগঠনিক সম্পাদক তানজিল ভূঁইয়া তানভির, প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, আর্ন্তজাতিক সম্পাদক ইমরান খান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।