২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চলতি মাসে ঘূর্ণিঝড় হতে পারে

কক্সবাজার সময় ডেস্কঃ চলতি অক্টোবর মাসের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেবে। তবে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতও হবে।

আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার (০২ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ।

বৈঠকে সেপ্টেম্বর মাসের সংঘটিত আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা হয়। পর্যালোচনাকালে পরিলক্ষিত হয় যে, এ মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ও দিন সংখ্যা পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল।

সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। আর বৃষ্টিপাতের দিনের সংখ্যা ৩০ দিন। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি পরবর্তীতে পশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয় এবং ২০ সেপ্টেম্বর মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ০১, ৯-১১ এবং ১৬-১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। বৃষ্টিপাত, বৃষ্টিপাতের দিন সংখ্যা, মৌসুমি লঘুচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল।

প্রাপ্ত আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল নিনো/লা নিনা’র অবস্থার বিশ্লেষণ করে অক্টোবর মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

‘অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।’

এ মাসে গঙ্গা, ব্রক্ষ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক প্রবাহ থাকতে পারে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৪ মি. মি. এবং দৈনিক গড় সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ ঘণ্টা থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।