১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চাইলেই সমস্যার কথা জানাতে পারেন আপনার এলাকার এমপিকে


ঘরে বসেই আপনার সমস্যার কথা তুলে ধরতে পারেন আপনার এলাকার সংসদ সদস্যের (এমপি) কাছে।সম্প্রতি (আমার এমপি ডটকম) নামে এমন একটি ওয়েব সাইট চালু হয়েছে,যেখান থেকে সরাসরি ফোন কল অথবা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন আপনার এলাকার সংসদ সদস্যের সাথে,এছাড়াও টুইটার,ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ সরকার বিরামহীন ডিজিটাল দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে,তবে অভিযোগ আছে সরকার দলীয় এমপি,মন্ত্রীদের মধ্যে অনেকের কাছে নেই ডিজিটালের ছোঁয়া,বেশিরভাগ মন্ত্রী এমপি’র নেই ফেসবুক,টুইটার একাউন্ট ।যার কারণে সাধারণ মানুষ তাদের সুখ-দুঃখের কথা খুলে বলার সুযোগ পায় না। সরকার যেখানে ডিজাটাল দেশ গড়তে কাজ করে যাচ্ছে সেখানে খোদ সরকার দলীয় মন্ত্রী-এমপিগন এনালগ অবস্থায় পড়ে আছেন । তবে এবারসাধারণ জনগণের হাতের মুঠোয় প্রযুক্তি এনে দিল আমার এমপি ডটকম। ওয়েব সাইটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সংসদ সদস্যদের ব্যক্তিগত তথ্যাবলী সংযুক্ত করা হয়েছে।সাধারণ জনগনের সুবিধার্থে ওয়েব সাইটে খুব সহজ পোগ্রাম যুক্ত করা হয়েছে,যে কেউ অতি সহজে ওয়েব সাইট থেকে সুবিধা নিতে পারবেন। ইতিমধ্যে ওয়েবসাইটে জনপ্রতিনিধিরা নিজেদের সুবিধার্থে অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছেন। এ পর্যন্ত বেশ কজন সংসদ সদস্য নাগরিকদের প্রশ্নের উত্তর আমার এমপি ডটকমের মাধ্যমে দিতে তাঁদের প্রতিনিধি নিয়োগ দিতে নিয়োগ পত্র পাঠিয়েছেন। আমার এমপি প্রকল্পের সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত জানান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ পর্যন্ত আমরা বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে সাড়া পেয়েছি। তারা আমাদের উদ্যোগকে অভিনন্দিত করার পাশাপাশি তাঁদের প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তাঁদের এ ধরনের সহযোগিতা আমাদেরকে আশাবাদী করছে, এবং এটা ডিজিটাল মাধ্যমে জনগণ ও জনপ্রতিনিধিদের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনাকে আরও এগিয়ে দেবে।উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের ডিজিটাল মাধ্যমে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে আমার এমপি ডটকম। ইতোমধ্যেই এ ওয়েবসাইটে সকল সাংসদের ব্যক্তিগত তথ্যাবলী সংযুক্ত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।