২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চাউলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের ২১ হাজার টাকা জরিমানা

 

কক্সবাজার পৌসরভার বড়বাজার এলাকার চাউলবাজারে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত।

বিশেষ প্রতিবেদকঃ চালের বাজার স্থিতিশীল রাখতে কক্সবাজারে ভ্রাম্যমান আদালত চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার পৌসরভার বড়বাজার এলাকার চাউলবাজারে ৮ দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার একেএম লুৎফর রহমান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, দেশে হঠাৎ করে ৫ লাখাধিক নিপীড়িত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফলে এমনিতেই কক্সবাজার জেলা সদর ও সীমান্তের উপজেলা সমূহে পূর্বের চেয়ে খাদ্য চাহিদা বেড়েছে। একে পূঁজি করে অর্থলোভী চক্র জাউল মজুদ করে সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়াচ্ছিল। যা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছিল। তাই জনসাধারণের ভোগান্তি রোধ করতে জেলা প্রশাসক মো. আলী হোসেনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিয়মবহির্ভূত ভাবে মজুদ ও দাম বাড়িয়ে বিক্রির অভিযোগ প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর মাধ্যমে ৮ দোকানকে বিভিন্ন পরিমানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমানের সাথে এসময় কক্সবাজার জেলার মার্কেটিং অফিসার মো. শাহজাহান, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সুলতান মাহমুদ মিলন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। এসময় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।