২২ অক্টোবর, ২০২৪ | ৬ কার্তিক, ১৪৩১ | ১৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান   ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস

চান্দগাঁও থানার নতুন ওসি হলেন টেকনাফের সাবেক ওসি আতাউর রহমান খোন্দকার

মোঃ আবছার কবির আকাশ : 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে টেকনাফের সাবেক ওসি সিটিএসবি’র পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকারকে । আগামি ১ ফেব্রুয়ারি থেকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সাক্ষরিত এক আদেশে আতাউর রহমান খোন্দকারকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়।

সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, চান্দগাঁও থানার ওসি হিসেবে সিটিএসবি’র পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকারকে দায়িত্ব দেওয়া হয়েছে । ১ ফেব্রুয়ারি থেকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মো. আতাউর রহমান খোন্দকার এর আগে সফলতার সাথে টেকনাফ মডেল থানা, সিএমপির বায়েজিদ বোস্তামি থানা ও সিটিএসবির ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

চান্দগাঁও থানার ওসি মো. আবুল কালামকে তিন মাস আগে পুলিশ সদর দফতরের এক আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। একই আদেশে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছিল। পরে পরে তাদের আবেদনের প্রেক্ষিতে তিন মাসের জন্য বদলি আদেশ স্থগিত রাখা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।