২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চার কোটি টাকার দুর্নীতি ২৮ জনের বিরুদ্ধে দুদকের ৭টি মামলা

উখিয়া উপজেলায় হত দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের ৪ কোটি ২৯ লাখ টাকার দুর্নীতি প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন তৎকালীন পিআইও, সরকারি কর্মকর্তা ও প্রকল্প সভাপতিসহ ২৮ জনকে আসামি করে উখিয়া থানায় ৭টি মামলা দায়ের করেছে। চট্টগ্রামস্থ দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শফি উল্লাহ বাদী হয়ে গতকাল এ মামলাগুলো দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
জানা গেছে, এ উপজেলার ৫ ইউনিয়নে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে বাস্তবায়িত হত দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির ৫৯ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক তথ্যভিত্তিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামস্থ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফি উল্লাহসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল তদন্ত শুরু করেন। তৎকালীন উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিকদারের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন গত ২০, ২১, ২২শে অক্টোবর ২০১৪ তারিখে উখিয়ার ৫ ইউনিয়নের ৫৯টি প্রকল্পের মধ্যে ২০টি প্রকল্প পরিদর্শন করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটি স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর সাথে কথা বলে এবং প্রকল্প পরিমাপ করে কাজের সঙ্গে প্রকল্পের সুনির্দিষ্ট বাস্তবসম্মত কোন প্রমাণ পায়নি। এতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটি ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তদন্ত কমিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে বাস্তবায়িত ননকস্টের টাকায় উন্নয়ন কাজের কোন প্রমাণ পায়নি। তদন্ত কমিটি প্রায় ৬ মাস পর গতকাল দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফি উল্লাহ বাদী হয়ে উখিয়া উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবসহ ২৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। চলতি বছরেও কর্মসৃজন প্রকল্পে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটছে। কর্মসৃজন প্রকল্পের নামে সুবিধাবাদী সিন্ডিকেট ও প্রশাসনের কর্তাব্যক্তিরা নামতাওয়ান্তে কর্মসৃজন করে এ প্রকল্পের প্রায় ১ কোটির উপরে ছয়-নয় করছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।