২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে চান সালাহ উদ্দিন

index_80585
 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাইছেন। দেশে ফিরে আসার ব্যাপারে তিনি কিছুই বলেননি।জানা গেছে, শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের সময় শিলং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর জ্যোতিমালার কাছে তিনি সিঙ্গাপুর গমনের আগ্রহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তাকে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন বলেও আরেকটি সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিও জানিয়েছেন, সালাহ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। সে জন্য তার প্রথম পছন্দ সিঙ্গাপুর।

শুক্রবার বিকেলে সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

জনি জানান, সালাহ উদ্দিনের ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। অসুস্থতার কারণে তার কথা জড়িয়ে যাচ্ছে। সালাহ উদ্দিন তার চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছার পর আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবদুল লতিফ জনি বলেছেন, অপহরণকারীরা সব সময় সালাহউদ্দিনের চোখ বেঁধে রেখেছিল। তাই কে বা কারা কোথায় রেখেছিল তিনি বলতে পারছেন না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।