কক্সবাজার শহরের বদর মোকাস্থ ঐতিহ্যবাহী চেমন শমসের নুরানী ইসলামি কিন্ডার গার্ডেন ও শামসুন্নাহার হেফজখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুল হালিম ও শামসুন্নাহারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হেফজখানা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম আবদুল হালিমের পুত্র ও মাদ্রাসার প্রধান পরিচালক এ.এম শমসের তাসলিম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব হাবিবুর রহমান। প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমানের সহধর্মীনি আসমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন এ.এম শমসের তাসলিমের সহধর্মীনি তাসলিমা শমসের ও তাঁর জামাতা মামুনুর রশীদ।
অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থীদের অব্যাহত সফলতার জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং ছাত্রদের আরও সফলতা অর্জনে ব্যাপক উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজারের প্রথম ইউটিউব চ্যানেল ডিসকভার কক্স’র প্রধান পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন। মাহফিলে হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত সংবাদপত্র পরিচালকের হাতে তুলে দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুল আলম ও হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন।
এরপর দোয়া, মোনাজাত ও আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।