২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চোরাচালান ও পাচাররোধে ঐক্যমত

bgp-bjb2
সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশিকে ফেরতের পর দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পতাকা বৈঠক করেছে বিজিবি-বিজিপি।
রোববার সকাল ১০ টায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়ন ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মংডু কমান্ডিং অফিস পর্যায়ে বৈঠক শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত।
বৈঠকে নাফনদীসহ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবাসহ সব ধরণের মাদক ও মানবপাচার রোধে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী ঐক্যমত পোষণ করেন।
এতে বিজিবি প্রতিনিধি দলের ২৩ সদস্যের নেতৃত্ব দেন বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুল করিম। অপরদিকে, মিয়ানমার বিজিপি ১৭ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের রিজিয়ন কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
বৈঠকে বিজিবি প্রতিনিধি দলে বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার এস এম ওয়ালিউর রহমান, বর্ডার সিকিউরিটি ব্যুরো এর উপমহাপরিচালক সেলিম মাহমুদ চৌধুরী, কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, কক্সবাজার ও বান্দরবান সেক্টরসহ অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক ও স্টাফ অফিসারা উপস্থিত ছিলেন।
মিয়ানমার প্রতিনিধি দলের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, দুই জন লে. কর্নেল, দুই জন ডেপুটি ডাইরেক্টর, একজন গ্রেড-২ অফিসার, চারজন স্টাফ অফিসার, তিনজন জুনিয়র ইমিগ্রেশন অ্যাসিসটেন্ট এবং চার জন অন্যান্য পদ মর্যাদার সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, পতাকা বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশি¬ষ্ট বিষয় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিকটবর্তী স্থানে গুলিবর্ষণ ও নাফ নদীর কিনারায় বাঁধ নির্মাণ বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক বলে সনাক্ত করা হয়। পরে কূটনৈতিক প্রক্রিয়া শেষে ৮ জুন সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই অভিবাসীদের বিজিবি’র কাছে হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ। এ হস্তান্তরের পর দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে এটাই প্রথম বিজিবি-বিজিপির বৈঠক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।