২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই-রানার ‘বীচ ফুটবল’ সোমবার শুরু


বিশ্বের বৃহত্তম কক্সবাজার সমুদ্র সৈকতে বসছে চ্যানেল আই-রানার বীচ ফুটবলের পঞ্চম আসর। সোমবার (৬ ফেব্রুয়ারি) মনোমুগ্ধকর এই ফুটবল আসর শুরু হবে। এই উপলক্ষ্যে রোববার এক লাইভ সংবাদ সম্মেলন হোটেল সীগাল চত্বরে অনুষ্ঠিত হয়। চ্যানেল আইয়ের পর্দায় সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, রানার গ্রুপের ভাইসচেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেড়ারশনের সদস্য মো. ইকবাল হোসেন ও উই আর ফর ফুটবল (ওয়াপ) এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই ও রানার গ্রুপের উদ্যোগে টানা পঞ্চম বারের মতো ‘চ্যানেল আই-রানার বীচ ফুটবল’ কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ঢাকা আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা সংসদ মাস্টার্স, মোহামেডান মাস্টার্স, চট্টগ্রাম মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স ও ওয়াপ মাস্টার্স। ছয়টি দলের মধ্যে ফাইনালসহ মোট ১১টি খেলা অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি সাড়ে ১০টায় টূর্ণামেন্টের উদ্বোধন করা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই ফুটবল আসর বসছে। ৭ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চ্যানেল আই’য়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে ভিন্নভাবে তুলে ধরতে বীচ ফুটবল আয়োজনের হয়ে আসছে। এই টুর্ণামেন্টের মাধ্যমে এই সমুদ্র সৈকতকে বিশ্ববাসী ভিন্ন ও মুগ্ধকর আঙ্গিকে দেখতে পারছে। একই সাথে বাংলাদেশের ফুটবলকেও বিশ্বপ্রান্তরে পরিচয় করে দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য ’
তিনি বলেন, ‘এই টুর্ণামেন্ট আয়োজনের শুরুটা খুব সহজ ছিলো না। নানা প্রতিকূলতা পার করে এই টুর্ণামেন্ট শুরু হয়েছিল। ধারাবাহিকতা রক্ষা করে এবার পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে। এই আসরটির মাধ্যমে দর্শকেরা সৈকত ও ফুটবলকে ভিন্নমাত্রিক রূপে উপভোগ করতে পারছে।’
শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই-রানার বীচ ফুটবল’ আসর আয়োজনের শুরু থেকে কক্সবাজারের প্রশাসনসহ লোকজন নানাভাবে সহযোগিতা করে এসেছে। এবারও সবার সহযোগিতা প্রত্যাশা করছি। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই এবারের আয়োজনও সফল ভাবে সম্পন্ন হবে।’
‘চ্যানেল আই-রানার বীচ ফুটবল’র এবারের আসরে ষাটের দশকের সাড়ানো জাগানো ক্রীড়া ধারাভাষ্যকার প্রয়াত আবদুল হামিদের নাম প্রণনয়ন করা হয়েছে ‘আবদুল হামিদ সম্মাননা’। প্রথমবারের মতো এই সম্মাননা পাচ্ছেন কৃতি ফুটবলার হারুনুর রশিদ। ৭ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠানে এই সম্মননা তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী খেলোয়াড়, বিভিন্ন ফুটবল সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।