চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সংশয় থাকলেও টুর্নামেন্টের দিকে একধাপ এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই আজ বৃহস্পতিবার উন্মোচন করা হলো কোহলিদের নতুন জার্সি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি। চলতি বছরের এপ্রিল থেকে কোহলিদের নতুন স্পনসর হয়েছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। নতুন জার্সিতে অপ্পোর লোগের পাশাপাশি এসেছে বেশ কিছু পরিবর্তন।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই নতুন জার্সি উন্মোচন করা হয়। স্পন্সর বদল হওয়ার কারণে নতুন জার্সিতে স্টারের বদলে থাকছে অপ্পোর নাম। এছাড়া আছে ডিজাইনের কিছু পরিবর্তন। তবে জার্সির নীল রংয়ের কোনো পরিবর্তন হয়নি। এই জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোহলিরা। এই অনুষ্ঠান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই দূর করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
‘তিন মোড়ল’ নীতির বিলোপের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের কথা শোনা যাচ্ছে ভারতের ক্রিকেট মহলে। আগামী ৭ মে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত না থাকলে এত বড় একটা টুর্নামেন্ট জৌলুস হারাবে তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া আর্থিক জরিমানাও গুণতে হবে ভারতকে। এছাড়া এই টুর্নামেন্ট বর্জন করলে আগামী দুটি ওয়ানডে বিশ্বকাপ সহ ৬ বছর আইসিসির বড় ইভেন্টগুলোতে অংশগ্রহণে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ভারত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।