২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্টা বার্ষিকী যৌথ প্রস্তুতি সভা করলো কক্সবাজার জেলা ছাত্রদল


জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্টা বার্ষিকী সফল করতে যৌথ প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। বুধবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে দলটির জেলা সভাপতি রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন এই সভা সঞ্চালনা করেন।
আগামি পহেলা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্টার ৩৮ বছরে পদার্পন করবে। এইদিনে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা দুইটায় জন্মদিনের কেক কাটা, বিকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন থাকছে।
সভায় সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘ছাত্রদলই এই দেশের সকল গণতান্ত্রিক ও ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ছাত্রদল প্রতিষ্টার মধ্যদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই তরুণ নেতৃত্ব গড়ে তোলার কারখানা গড়ে তুলেছেন। এই ছাত্রদল থেকেই সৃষ্টি হওয়া নেতারাই দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন।’
তিনি বলেন, ‘ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকী পালনের মধ্যদিয়ে আমরা নির্বাচনবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু করবো। তাই এই প্রতিষ্টা বার্ষিকী সফল করতে সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে।’
রাশেদুল হক রাসেল জানান, প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্টানে জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও ইউনিট কমিটির নেতা-কর্মীদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেতাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
এই সভায় উপজেলা পর্যায় থেকে আসা নেতা-কর্মীরা নানা পরামর্শ তুলে ধরেন। এছাড়াও সভায় জেলা ছাত্রদলের সদস্য আশেকুর রহমানের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আশেকুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম রিটন, কামরান জাদিদ মুকুট, মো. আলী, ফারুক আজম, শাহ মোশাররফ হোসেন, রিয়াদ মোহাম্মদ আরফাত হোসেন, জাহেদুল হক জাহেদ ও জহিরুল আলম, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন নিশান, মিজানুল আলম, নিয়াজ মোরশেদ লিটন, কাজী মহিউদ্দিন মো. তারেক, আবদুল্লাহ আল নোমান, শামসুল আলম, নেজাম উদ্দিন, মোশাররফ হোসেন বাপ্পা, মো. কাশেম, মুজিবুর রহমান রোমান, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সিকদার, রিফাত উল্লাহ খান, মোস্তফা কামাল সবুজ, মাহমুদুল হক রাসেল, সাজিদ আবেদীন, নুর উদ্দিন মুন্না, আবু ফয়সাল, মো. এরফানুল ইসলাম, কাউসার হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রানা, মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান লুতু, মো. আবুল কাশেম, এএইচএম মাসুদ, মাসুম সিরাজী, প্রচার সম্পাদক আশরাফ ইমরান, দপ্তর সম্পাদক ফয়সাল মোশাররফ ফয়েজ, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকতার নূর, সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক ইনজামামুল হক, স্কুল বিষয়ক সম্পাদক জাফর আলম, আইন বিষয়ক সম্পাদক রেজাউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক মো. ফায়েজ, সহ-আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অরূপ শর্মা অপু, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বেদারুল  সেলাম, সদস্য মো. বায়তুল্লাহ, আকিদুল হক চৌধুরী, মো. তারেক, ফজলুল কাইয়ুম, এরশাদ উল্লাহ, আবদুল করিম, জাহেদ লতিফ, সালাহউদ্দিন কাদের, তারেক রণি, নুরে এরফান বনি, আবু বকর ছিদ্দিক, মোহাম্মদ রবিউল হোসেন, আবদুর রহিম, এখলাসুর রহমান, দেলোয়ার হোসেন বাপ্পী, সালমান শাহ আবির, মো. সোহেল রানা, হেলাল উদ্দিন, আসিফ মো. সোলায়মান, সাদাত হোসেন, আশহাবুল হক সোহাগ, মো. ফাহিম, সাখাওয়াত ওসমান, নুরুল আবছার, সালাহউদ্দিন, মো. সানা উল্লাহ সেলিম প্রমূখ।
জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহনেওয়াজের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।