১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মা-বাবার বিরোধের জের ধরে ক্ষিপ্ত ছেলের লাঠির আঘাত আহত বাবা চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা নামক এলাকায় ১৭ বছর বয়সী ছেলে আলমগীরের লাঠির আঘাতে আহত হন পিতা শাহাবুদ্দিন খুন (৪০)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে।
হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, দিনমজুর শাহাবুদ্দিনের সাথে তার স্ত্রীর বিরোধের জের ধরে ছেলে আলমগীরকে সাথে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে গত ২/৩ মাস আগে। তাদের সংসারে আরও ৩ সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও স্ত্রী ফেরত আসেনি। সর্বশেষ গত সোমবার রাতে ছেলে আলমগীর পিতার সাথে কথা বলতে বাড়িতে আসেন। এসময় কথা কাটাকাটির জের ধরে আলমগীর তার পিতাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনকে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার ওখানে শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, শাহাবুদ্দিন চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। এব্যাপারে লিখিত এজাহার হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।