২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জঙ্গিদের জন্য পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ আইজিপির

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জঙ্গিবাদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

আইজিপি বলেন, জঙ্গিরা হাইলি মটিভেটেড। তারা (জঙ্গি) যেখানে যায় সেখানেই তাদের অনুসারী তৈরি করতে চায়। তাই তাদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে। যাতে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান হামলার ‘নব্য জেএমবি’ মারজান এবং ‘জঙ্গি’ সাদ্দাম হোসেন নিহত হওয়ায় গুলশান হামলার মামলার কোন বাধা আসবে না। কারণ আমাদের কাছে সব তথ্য আছে। গুলশান হামলার মাস্টারমাইন্ড ‘জঙ্গি’ জিয়াকেও শিগগিরই খুঁজে বের করা হবে।

জঙ্গিদের অর্থায়নের বিষয়ে আইজিপি বলেন, জঙ্গিরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে। এছাড়াও তারা দেশে চুরি-ডাকাতি করেও অর্থ সংগ্রহ করে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ক্রিমিনোলজি বিভাগ। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মাগার্রিটা কুলোনার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।