ককসবাজার ৪ উখিয়া -টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, উখিয়ায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছি। বর্তমান সরকার শিক্ষার প্রতি মনোযোগী। উখিয়া -টেকনাফে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীতে কোন বাড়ী বিদ্যুৎ বিহীন থাকবেনা । ভবিষ্যতে বিদ্যুৎ সমস্যা দূর করতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। আগামী ২০১৯সালে র্নিবাচনে শেখ হাসিনার নৌকা র্মাকায় ভোট দেওয়ার আহবান জানান। উখিয়া-টেকনাফের সাধারন জনগন চাইলে আমি নির্বাচনে প্রার্থী হব। না হলে স্যালুট।
গতকাল শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালং র্আদশ উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূতিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে এ কথা বলেন। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পালং আর্দশ উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থী তোফাইল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ককসবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোসতাক আহাম্মদ , ককসবাজার উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান লে:কর্নেল(অব) ফোরকান আহমদ,সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পরমানু শক্তি কমিশন ড.মোহাম্মদ মীর কাশেম,চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ভ’তপূর্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এখলাসুল কবির ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড:একে আহমদ হোসেন,চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোকতার আহমদ, উখিয়া উপজেলা নির্বাহী র্কমকর্তা মো: মাঈন উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী কানিস ফাতেমা, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ।
শিক্ষার্থীর মধ্যে অধ্যাপক মোহাম্মদ আলী, আবুল মনসুর চৌধুরী, সাজেদা ইয়াছমিন, ডা: শংকর বড়ুয়া, এড.অনিল বড়ুয়া। স্বাগত ব্ক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মাহামুদুল হক চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন আদিল উদ্দিন চৌধুরী। পুরো অনুষ্টান পরিচালনা করেন কামালউদ্দিন । এর আগে সকালে র্যালী , খতমে কোরআন , কবর জিয়ারত করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।