২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জনগনের নিরাপত্তা ও এলাকার শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশের ভুমিকা থাকবে জিরো ট্রলারেন্স

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে পর্যাপ্ত জনবল বাড়ানোর লক্ষ্যে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার সকালে পুলিশ কেন্দ্রের নতুন অস্থায়ী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের নবাগত জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন পরবর্তী ইউনিয়ন কমিউনিটি পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন বলেছেন, মাদক সেবন ও বিক্রি একটি সামাজিক অবক্ষয়। এটির কারনে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। জনগনের নিরাপত্তা ও এলাকার শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিতে মাদকসহ সকল ধরণের অপরাধমূলক কর্মকা- বন্ধে পুলিশের ভুমিকা থাকবে জিরো ট্রলারেন্স। এলাকায় যারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গি, ইভটিজার তাদেরকে খুঁজে পুলিশে খবর দিন। পুলিশ সবসময় সাধারণ জনগণের পাশে থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।
পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে বাল্যবিবাহ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এই বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে ১৮ বছরের কমবসয়ী কোন মেয়েকে বিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্টা করলে দুইপক্ষের অভিভাবককেও আইনের আওতায় আনা হবে।

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নস্থ পুলিশ তদন্ত কেন্দ্রের মাঠে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (প্রবি) জায়েন উদ্দিন মো. জিহাদ, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম।

সভায় আরও বক্তব্য রাখেন মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর নাজমুল হক কামাল, সহকারী ইনচার্জ অরুন চাকমা বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজল কবির স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।