০১ এপ্রিল হতে ০৭ এপ্রিল উদযাপিত হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৫। উক্ত সপ্তাহকে সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভার আয়োজনে ০১ এপ্রিল সকাল ০৯.০০ টায় পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে বলেন- অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার রোধ এবং কৃমি আক্রান্ত নানারকম রোগ প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সপ্তাহব্যাপী কক্সবাজার জেলায় সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫-১২ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের ১টি করে কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সচিব সামছুদ্দিন, পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রভাতী শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক কামরুন্নাহার ইয়াছমিন, কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসহকারী আব্দুর রহিম ও রনি দাশ গুপ্ত এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যগণ ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মন্ডলী। মেয়র উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকদের কাছে স্কুলগামী ৫-১২ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রীকে ভরাপেটে কৃমিনাশক ঔষুধ সেবনের এবং সেবনের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করার বিষয়ে পরামর্শ দেন। জাতীয় এ প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।