২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী সভায়-হাজি ইলিয়াছ এমপি

জাতীয়পাটির শাসনামলে পল্লীবন্ধু এরশাদ ছিলেন উন্নয়নের রূপকার

চকরিয়ায় জাতীয়পাটির সুধী সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে পহেলা জানুয়ারী বিশাল শোডাউনের মাধ্যমে জাতীয় পাটির ৩২ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হওয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছের বিশেষ আমন্ত্রণে গতকাল শনিবার (৬ জানুয়ারী) বিকালে চকরিয়া উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চকরিয়া পেকুয়া আসনের এমপি ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানান। বিশেষ করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিটি এলাকা থেকে ব্যাপক জনসমাগম উপস্থিতি করতে পেরে তিনি নেতাকর্মীদের ধন্যবাদ দেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এরআগে হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির হাতে ফুল দিয়ে চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাহাদুর আলম জাতীয় পাটিতে যোগদান করেন।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হসনা, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌর মহিলা পাটির সভানেত্রী রেহেনা খানম রাহু, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সাধারণ সম্পাদক বিডিআর জাহাংগীর আলম, সহ-সভাপতি সাংবাদিক দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভানেত্রী হুমায়ুরা বেগম, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী আমাতুর রহিম হীরা, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা যুব সংহতির সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ, মাতামুহুরী উপজেলা যুব সংহতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক হাফেজ ইকবাল, পেকুয়া উপজেলা যুব সংহতি সভাপতি সাজ্জাদ, সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিকপাটির সভাপতি শোয়াইব মো.রুবেল, সম্পাদক বেলাল উদ্দিন, মগনামা জাতীয় পাটির সভাপতি মোহাম্মদ আলমগীর, টৈইটং সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পেকুয়া সদর ইউনিয়ন আহবায়ক আহমদ হোসেন মেম্বার, সদস্য সচিব ছরওয়ার আলম।
উপস্থিত ছিলেন খুটাখালী সভাপতি মোহাম্মদ শফি, সম্পাদক মোজাম্মেল হক, ডুলাহাজারা সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, বমুবিলছড়ি সভাপতি জাফর আলম, সম্পাদক নাজেম উদ্দিন, ফাসিয়াখালী সভাপতি বদরু ছালাম, চিরিঙ্গা সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক দিদারুল ইসলাম, লক্ষ্যারচর সম্পাদক আনোয়ার ইসলাম, কৈয়ারবিল সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক দিদার, কাকারা সভাপতি জাফর আহমদ বলী, সম্পাদক মো.রকিব, সুরাজপুর মানিকপুর সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সম্পাদক আইয়ুব জিহাদী, বরইতলী সভাপতি সাবেক মেম্বার মোজাফ্ফর আহমদ, সম্পাদক ফকির মোহাম্মদ, হারবাং সম্পাদক তোফায়েল আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাহারবিল সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক জসিম উদ্দিন, পুর্ববড় ভেওলা সভাপতি নাজেম উদ্দিন, বিএমচর সভাপতি বদিউল আলম, সম্পাদক হান্নান, কোনাখালী সভাপতি মৌলভী আক্তার, সম্পাদক শফিউল কাদের মেম্বার, ঢেমুশিয়া সভাপতি মোহাম্মদ রিমন, সম্পাদক রুহুল কাদের, পশ্চিম বড়ভেওলা সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সম্পাদক নুরুল আবছার, সহ-সভাপতি আবদুস শুক্কুর, বদরখালী সভাপতি শওকত আলী, সম্পাদক নুরুল আবছার।
প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার। তাঁর সরকারের ৯বছরের শাসনামলে দেশের প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ রাষ্ট্রের প্রতিটি অবকাঠামো জাতীয় পাটি সরকারের আমলে হয়েছে। গ্রামীণ জনপদের লাখ লাখ সড়ক উপসড়ক এরশাদ সরকারের অবদান। তিনি বলেন, জাতীয় পাটির সরকার ৯বছরে দেশে যেই পরিমাণ উন্নয়ন করেছে তাঁর সিকিভাগ উন্নয়ন বিগত সময়ে অন্য কোন সরকার এখনো করতে পারেনি। জাতীয় পাটির নেতৃত্বেই দেশে সুষম উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা সম্ভব। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণকে জাতীয় পাটির সাথে থাকতে হবে। পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।