২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াতের দ্বিতীয় দিনের হরতাল চলছে

(প্রিয়.কম) দলের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।

বুধবার ভোর থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো ধরনের অপ্রীতীকর ঘটনার খবর পাওয় যায়নি।

দিনের শুরুতে মহাখালী, সায়েদাবাদ, গাবতলী থেকে বেশ কিছু দূরপাল্লার বাস গন্তব্যে ছেড়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাসের সংখ্যা আরও বাড়তে পারে বলে টার্মিনালগুলো থেকে জানানো হয়েছে।

বুধবার সকালেও দূরপাল্লার বাস কিছুটা কম চললেও ট্রেন লাইন স্বাভাবিক রয়েছে। তবে রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কয়েকটি মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এরআগে সোমবার রাতে দলের পক্ষে ঢাকা মহানগর জামায়াতের আমির মওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার হরতাল পালনে আহ্বান জানানো হয়।

এতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়াকে ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে সর্বাত্মক হরতাল সফল করতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী মহল, সাংবাদিক, ব্যাংক-বিমার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-ছাত্র, চাকরিজীবী, সাংস্কৃতিকর্মী, আইনজীবীসহ সকল পেশা ও শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে মাঠে নেমেছে র‌্যাব, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।