২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য রাজনৈতিক, আদর্শিক নয়: মির্জা ফখরুল

জামায়াতের সাথে বিএনপির ঐক্য শুধুই রাজনৈতিক, আদর্শিক নয় বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ মে রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ভিশন-২০৩০’ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বিএনপি-জামায়াত ঐক্য বিষয়টির ব্যাখ্যা করে তিনি এ তথ্য জানান।

‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের ক্ষেত্রে জোটের অন্যতম শরিক জামায়াতের ভূমিকা উল্লেখ না থাকার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে বিএনপির জোট গঠনের ম্যানুফেস্টুতে বলা হয়েছিল, ‘আওয়ামী লীগ সরকার একনায়ক, স্বৈরাচারীভাবে দেশ পরিচালনায় রয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে জামায়াত থাকবে’ এর বাইরে অন্য কিছু না।

তিনি বলেন, তাদের (জামায়াত) সঙ্গে যে জোট এটা পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে সেটা এ মুহূর্তে বলার অবকাশ নেই। সুতরাং এখানে জামায়াতের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।

বিএনপি আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি দাবি করে মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছে। পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র দিলেন সেটাকে অনুকরণ করে নিবন্ধিত হয়ে তারা রাজনীতি শুরু করলেন। এখনন যেভাবেই হোক তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছে। তাদের কাছে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি।

তিনি বলেন, চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর বড় প্রমাণ দলের ‘ভিশন ২০৩০’। সবার আন্তরিক সহযোগিতা পেলে ভিশন ২০৩০ বাস্তবায়ন সম্ভব। তার আগে প্রয়োজন সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আর গণতন্ত্র ফিরিয়ে আনা।

আলোচনা অংশগ্রহণকারী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির প্রতি বলেন, ‘বিপুল ভোটে জিতে ক্ষমতা আসবেন তখন জামায়াতে ইসলাম তো আপনাদের সঙ্গেই থাকবে। জামায়াতে ইসলাম একটা ঠুকে দেবে: যাদের যুদ্ধাপরাধের নামের বিচার করা হয়েছে তাদের পুনর্বিচার করতে হবে। কী করবেন আপনারা?’

মান্না বলেন, আট বছর বর্তমান প্রধানমন্ত্রীর শাসন দেখবার পর, তার নিগ্রহ দেখবার পর আপনি অ্যাগ্রি করেছেন, বলেছেন যে, প্রধানমন্ত্রীর ক্ষমতার খর্ব করতে হবে। কিন্তু তিনবার প্রধানমন্ত্রী তো আপনিও (খালেদা জিয়া) ছিলেন। এই ক্ষমতা তো এক্সারসাইজ করেছেন, তখন কেন বুঝতে পারেন নাই যে, এটা আপনাকে স্বৈরশাসক বানিয়ে দিতে পারে, ডেমন বানিয়ে দিতে পারে, তখন তো পরিবর্তন হয়নি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বেগম খালেদা জিয়া উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া তার অনেক বক্তব্যে র‌্যাব বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু ভিশনে র‌্যাব বিলুপ্তির কথা বলেননি। জনগুরুত্বপূর্ণ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে কোনো কথা বলেননি। ভারতীয় আগ্রাসনের বিষয়েও কিছু বলেননি। তিনি বিএনপিকে মাঠে নামারও পরামর্শ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ‘ভিশন-২০৩০’এর বিভিন্ন দিক নিয়ে জাতীয় প্রেসক্লাবে Center For National & Regional Research Studies (CNRRS) গোলটেবিল আলোচনার আয়োজন করে।

আলোচনায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল, সাংবাদিক রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এ ছাড়া শিক্ষাবিদ ড. মাহবুবউল্লাহ, প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম প্রমুখও আলোচনায় অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।