কক্সবাজার সদরের জালালাবাদে মালয়েশিয়া পাচার আতংক বিরাজ করছে। মানব পাচারকারীদের মিষ্টি প্রলোভনে পড়ে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার প্রবনতা বেড়ে যাওয়ায় রীতিমত দুঃশ্চিন্তায় পড়েছেন অবিভাবকরা। পাচারকারীদের হাত থেকে রক্ষার্থে শেষ পর্যন্ত নিরূপায় অবিভাবকরা পাহারা বসিয়েছেন ।
জানা যায়, বর্নিত ইউনিয়নের পুর্ব ফরাজী পাড়া গ্রাম থেকে অপ্রাপ্ত বয়স্ক অনেক শিশুকে মা-বাবার অজান্তে মালয়েশিয়ায় পাচার করে দিয়েছে আদম পাচারকারী চক্র। এদের অনেকেই এখনো নিঁেখাজ রয়েছে। উক্ত এলাকার আহমদ উল্লাহর ছেলে রায়হান (১৩), ছগির আহমদের ছেলে নাজিম (১৪) ও রবিউল (১২) , শামসুল আলমের ছেলে বোরহান (১১) ও নজির ফকিরের ছেলে শাহজাহান (১৬) সহ আরো অনেকেই সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা করে এখনো নিখোঁজ রয়েছে। এর উপর সম্প্রতি এলাকার মানবপাচারকারী চক্র ৪/৫ জনের অপর একটি গ্র“পকে ফুঁসলিয়ে মালয়েশিয়া যাত্রার জন্য রাজি করে। কিন্তু যাত্রার আগমুহুর্তে টের পেয়ে রবিবার রাতে অবিভাবকরা একজোট হয়ে পাচারকারীদের ধাওয়া করে। একই এলাকার অবিভাবক আমিন শরিফ জানান, তার ছেলে সহ আরও ৪/৫ জনকে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বের করার প্রাক্কালে তারা টের পেয়ে প্রতিরোধ গড়ে তুলেন । সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে অবৈধভাবে মালয়েশিয়াযাত্রীদের গনকবর আবিস্কৃত হওয়ায় নতুন করে আতংক ছড়িয়ে পড়েছে অবিভাবকদের মাঝে । তাই এখন স্ব-স্ব ছেলেদের রীতিমত নজরদারীতে রেখেছেন তারা। জেলা ভিত্তিক আদামপাচার চক্রের গডফাদার পুর্ব ফরাজী পাড়ার জাফর আলম বিল্লু এ মানবপাচার নিয়ন্ত্রন করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে অভিযোক্ত বিল্লু ফোন(০১৮৭২-৩৭৬৮৬০)রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।