২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রামুতে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. নাছির উদ্দীন

জীববৈচিত্র্য রক্ষায়, উন্নয়নকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক, রামু
পরিবেশ বিপর্যয়ের ফলে সমুদ্রের পানি যদি এক ফুট বৃদ্ধি পায়, তাহলে কক্সবাজারের অনেক জায়গা সমুদ্রের পানিতে তলীয়ে যাবে। তখন কক্সবাজারের মানুষ হবে গৃহহারা। তাই জীববৈচিত্র্য রক্ষা করে, উন্নয়নকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের এগিয়ে যেতে হবে। শুক্রবার রামুতে উপকূলীয় সহিষ্ণুতা ও পরিবেশবান্ধব উন্নয়ন সংস্থা ‘ইডিসিআর’ সাধারণ সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. নাছির উদ্দীন।
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ২৭ রমজান (২৯ এপ্রিল) শুক্রবার রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে সাধারন সভা ও ইফতারের আয়োজন করে, ইডিসিআর।
উপকূলীয় সহিষ্ণুতা ও পরিবেশবান্ধব উন্নয়ন সংস্থা ‘ইডিসিআর’ এর সভাপতি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. নাছির উদ্দীন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. নাছির উদ্দীন বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে প্রাকৃতিক দূর্যোগ। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিযুক্ত দেশ। তাই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়ন ঘটাতে হবে।
ড. নাছির উদ্দীন বলেন, ইডিসিআর মানবতার কার্যক্রমে মানবতাকে প্রতিষ্ঠিত করতে কাজ করবে। কক্সবাজারে বসেই বাংলাদেশের পরিবেশ বান্ধব উন্নয়নকে তরান্বিত করার জন্য কাজ করবে। শুধু পরিবেশ উন্নয়ন নয়, মানুষের আত্ম সামাজিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করবে ইডিসিআর।
মূখ্য আলোচনায় বক্তৃতা করেন, ইডিসিআর উপদেষ্টা বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া ও রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ।
সাধারণ সম্পাদক কায়সার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, ডা. আবু নাছের, ইডিসিআর সহ-সভাপতি সেঁজুতি রোশনাই, সহ-সাধারণ সম্পাদক এড. তানভীর শাহ, কোষাধ্যক্ষ আবদুর রহমান, নির্বাহী সদস্য শাহেদ আলী অলিদ, আবু নাছের মোহাম্মদ শামসুদ্দীন, ফারিয়া আহমেদ, সদস্য ইমাম হোসেন, আনোয়ারুল ইসলাম, তাসনিমুল হক শাওন, সালাহ উদ্দিন মাহমুদ,  নাহিদ আহমদ অপু, এনামুল হক, ইসকান্দর মির্জা, মিনহাজুল মনোয়ার, ইমরান হোসাইন প্রমুখ।
ইফতার পূর্বে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শিক্ষক নুরুল আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।