কক্সবাজার জেলা ছাত্র মৈত্রী সংগঠনের সাবেক নেতা বেলাল হোসেনের উপর হামলাকারি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ছাত্র মৈত্রী সংগঠনের সহ-সভাপতি ছোটন মাহমুদ ও সাধারণ সম্পাদক জিকু পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা বলেন, শহরের ১নং ওয়ার্ডের স্বনামধন্য ব্যবসায়ী বেলাল হোসেনকে গত ১৭ নভেম্বর, বিকেলে স্থানীয় সন্ত্রাসী সাইদুল করিম, কামাল ও কাজলসহ আরো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় কক্সবাজার জেলা ছাত্র মৈত্রী সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।