২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

জেলা ছাত্রদলের পাঁচদিনের কর্মসূচির চতুর্থদিনে দোয়া মাহফিল করলো সিবিআইইউ ছাত্রদল

কক্সবাজারের তুমুল জনপ্রিয় জনপ্রতিনিধি, বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের রোগমুক্তির জন্য ছাত্রদলের দেয়া টানা পাঁচদিনের কর্মসূচির মধ্যে মঙ্গলবার দোয়া মাহফিল করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল।
মঙ্গলবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে জননেতা সালাহউদ্দিন আহমদের কিডনীর সফল অস্ত্রোপচার হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়। একই সাথে দিল্লীর মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন এই নেতা যেন দ্রুত সুস্থ হয়ে সাধারণের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রদলের দেয়া এই কর্মসূচির আলোকে উপজেলা, পৌরসভা, কলেজ-বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে সালাহউদ্দিন আহমদের রোগমুক্তির জন্য ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে। মঙ্গলবার ছিল টানা চতুর্থ দিনের কর্মসূচি।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. ফায়েজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহনেওয়াজ ও জেলা ছাত্রদলের সদস্য হামিদ খান।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘আমাদের নেতা সালাহউদ্দিন আহমদ হলেন এমন একজন নেতা, যিনি নিজের জীবনকে সংকটের মুখে টেলে দিয়ে তিনি দলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। শুধুমাত্র বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করার কারণেই অজ্ঞাত অস্ত্রধারিদের হাতে অপহৃত হয়ে দীর্ঘদিন গুম ছিলেন।’
তার মতে, সালাহউদ্দিন আহমদকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। হয়তো তিনিও অন্য অনেকের মতো চিরকালের জন্য হারিয়ে যেতে পারতেন।
রাশেদুল হক রাসেল বলেন, ‘ফিরে পাওয়া আমাদের প্রিয় নেতাকে আমরা সুস্থ ভাবেই জনতার মাঝে ফিরে পেতে চাই। দেশের জন্য, কক্সবাজারের জন্য সালাহউদ্দিন আহমদের বড় বেশি প্রয়োজন।’
তিনি মনে করেন, গুম থাকাকালিন অপহরণকারিদের নির্যাতনেই হয়তো শরীরের নানা জটিলতা দেখা দিয়েছে সালাহউদ্দিন আহমদের।
জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও উপস্থিত নেতা-কর্মীরা সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
তারা মনে করেন, আল্লাহর রহমত ও মানুষের দোয়া থাকলে ফ্যাসিবাদী সরকার কিংবা নির্যাতনকারিরা যত চেষ্টাই করুক না কেন সেই মানুষটির কোন ক্ষতি করতে পারে না।
সালাহউদ্দিন আহমদ এমন ঘটনার একটি উৎকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করে তারা বলেন, সালাহউদ্দিন আহমদও আমাদের মাঝে সুস্থ ভাবে ফিরে আসবেন।
এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, সাইমুন কামাল, শাহবাজ হায়দার, সাদেক হোসাইন, সাইদুল কমল, মো. টিপু, মো. ইব্রাহিম, মো. রাশেদ কামাল, মো. রুবেল, সাজ্জাদ ইসলাম, মো. শাহীন, মোহাম্মদ শাহরিয়ার, আরফাত রহমান, তৌহিদুল ইসলাম, মো. সাদমান, মো. জামিল প্রমূখ।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করেন টেকপাড়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল মালেক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।