২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জেলা ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারের মুক্তির দাবিতে বিক্ষোভ


জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজপথের ত্যাগী নেতা মোনাফ সিকদারের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী। বিক্ষোভ মিছিলটি হোটেল পালংকি চত্বর শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা ছাত্রলীগের কার্যালয় চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল হক সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহামদ, সাবেক সহ-সভাপতি রিয়াজ মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ও রাজপথ কাঁপানো নেতা। দলের দু:সময়ে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সাথে লড়াই করে দলের অগ্রযাত্রায় কাজ করেছেন। দলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। একটি ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলায় এমন ত্যাগী নেতাকে গ্রেফতার করা মেনে নেয়া হবে না।
বক্তারা আরো বলেন, কামাল হত্যার সাথে মোনাফের কোন ধরণের সম্পৃক্ততা নেই। এটা দিবালোকের মতো স্পষ্ট। পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমুলকভাবে তাকে মামলায় আসামী করা হয়েছে। পুলিশও কতিপয় নেতাদের ইন্ধনের মোনাফের মতো ত্যাগী নেতাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছেন। ওসি আসলাম হোসেন রহস্যজনক অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করেছেন। তাই আমরা প্রত্যাহার দাবি করছি।
নেতারা বলেন, মোনাফ সিকদারকে নি:র্শত মুক্তি দিতে হবে। না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে সময় কক্সবাজারের শান্ত পরিবেশ অশান্ত হলে তার জন্য পুলিশ দায়ী থাকবেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মুন্না, শহর ১২ নং ওয়ার্ডেও সাাধারণ সম্পাদক আবদু শুক্কুর, সেচ্ছাসেবক লীগ নেতা যথাক্রমে- মোবারক হোসেন সরওয়ার, যুবলীগ নেতা আবদুল কাদের, লুতু মিয়া, লিটন, আরফাত, ছাত্রলীগ নেতা শাহেদ পাভেল, ছাত্রলীগ নেতা ছলিম উল্লাহ, আবদুল কাদের, খুরুস্কুলের সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলী, বর্তমান ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন, মো. রমজান, মো. ফয়সাল, মুজিব, ফরিদ, জামাল, নুরুল আমিন, রহমত, মিজান, শাহেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।