১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জেলা সদর হাসপাতালে কনসাল্টটেন্ট রেডিওলজিষ্ট না থাকায় মহা বিপাকে রোগীরা

sodor hospital
ককসবাজারবাসীর চিকিৎসার জন্য শেষ ভরসা জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে কোন কনসালটেন্ট রেডিওলজিষ্ট না থাকায় প্রতিনিয়ত শত শত রোগী গুরুত্বপুর্ণ অালট্রসনোগ্রাফী পরীক্ষা করতে না পেরে ভোগান্তির স্বীকার হচ্ছেন এবং বিশেষজ্ঞ ডাক্তাররা রোগ নির্ণয়ে ব্যর্থ হওয়ার তথ্য পাওয়া গেছে।সরেজমিন,অনুসন্ধানে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, জেলার ২৩ লক্ষ মানুষের উন্নত চিকিৎসার জন্য শেষ ভরসা ২৫০ বেডের জেলা সদর হাসপাতালও মেডিকেল কলেজ হাসপাতালে কনসাল্টটেন্ট রেডিওলজিষ্ট,অধ্যাপক,সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক,প্রভাষক মিলে ৬ টি পদ থাকলেও মেডিকেল কলেজে মাত্র ১ জন সহকারী অধ্যাপক রেডিওলজি অাছেন।যিনি ইতি পুর্বে সদর হাসপাতালে জুনিয়র কনসাল্টটেন্ট ( রেডিওলজি) হিসেবে   কর্মরত ছিলেন তখন সদর হাসপাতালে দৈনিক ৪০/৫০ জন রোগীর অালট্রাসনোগ্রাফী করতেন।বর্তমানে ডা,লামারী নামের এক ট্রেনিং প্রাপ্ত মেডিকেল অফিসার তার দায়িত্বের পাশাপাশি কিছু কিছু অালট্রসনোগ্রাফী করছেন।কিন্তু বিশেষঞ ডাক্তারদের কাছে এফসিপিএস রেডিওলজিষ্ট ছাড়া অন্যদের রিপোর্ট নির্ভর যোগ্য হয়না।ককসবাজারে একমাত্র কনসাল্টটেন্ট রেডিওলজিষ্ট ডা,ওসমানুর রশিদ মেডিকেল কলেজে বদলী হওয়ার তাকে ছাত্র ছাত্রীদের ক্লাসে সময় দিতে হওয়ায় সদর হাসপাতালের রোগীদের অালট্রসনোফী করার জন্য অার কেউ নেই।তাই দরিদ্র রোগীরা প্রাইভেট হাসপাতালে বেশী টাকা দিয়ে অালট্রাসনোগ্রাফী করতে গেলেও ডা,ওসমানুর রশিদের নির্ভূল রিপোর্টের চাহিদা বেশী থাকায় তাকে দিয়ে অালট্রসনোফীর করাতে সিরিয়াল পেতে হিমসিম খেতে হচ্ছে।পর্যটন নগরী ককসবাজারে জেলা সদর হাসপাতাল ছ্ড়াও ৮/১০টি হাসপাতাল,ক্লিনিক,ল্যাব রয়েছে।ঔ সকল হাসপাতালে ক্লিনিকের ডাক্তারদের এডভাইস অনুযায়ী করা সকল xry রিপোর্ট,সিটি এসকেনিং রিপোর্ট,অাইভিউ রিপোর্ট,অালট্রাসনোগ্রাফীসহ সব কিছু একমাত্র রেডিওলজিষ্ট ডা,ওসমানুর রশিদকেই করতে হয়।যার ফলে ইচ্ছা থাকার পরও এতসব তার পক্ষে করা কষ্টকর।সদর হাসপাতালে রেডিওলজিষ্ট না থাকায় ২৫০ বেডের হাসপাতালে দ্বিগুণ ভর্তি রোগী,বর্হি বিভাগের রোগীদের পরীক্ষা না হওয়ায় রোগীদের হয়রানির কথা স্বীকার করেন সদর হাসপাতালের তত্তাবধায় ডা,এসএম অাবু সাঈদ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জন জানান,রোগীদের কিটনি,লিভার,এপেন্ডেসাইটিস,টিউমার,পাথরসহ অনেক জঠিল সমস্যা নির্ণয়ের অন্যতম মাধ্যম হল অালট্রসনোগ্রাফী অার xry যেসব পরীক্ষার রিপোর্টের উপর এর একজন রোগীর বাচা মরা নির্ভর করে তাই ওসানুর রশিদের রিপোর্ট ছাড়া সিদ্ধান্ত যাওয়া সম্ভব হয়না।রোগীদের কষ্ট,সময় নষ্ট সব কিছু বুঝতে পারার পরও অার কোন রেডিওলজিষ্ট না থাকায় অভিঞও দক্ষ রেডিওলজিষ্ট ওসমানুর রশিদকে দিয়ে পরীক্ষা ও রিপোর্ট করাতে হয়।ব্যাপক চাহিদা, সদর হাসপাতালও মেডিকেল কলেজে পদ খালী থাকার পরও কনসাল্টটেন্ট রেডিওলজিষ্ট পদায়নে কতৃপক্ষের অান্তরিক সুদৃষ্টি কামনা করেন মৌলিক চাহিদা চিকিৎসা সেবা বঞিত জেলাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।