২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জেলা সভাপতি বাহাদুরের উপস্থিতিতে পালংখালী যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সোহেল আহম্মদ বাহাদুরের উপস্থিতিতে পালংখালী ইউনিয়ন যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত পক্ষে ১০জন আহত হয়েছে। এসময় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিজেকে আত্মরক্ষা করেছেন সোহেল আহম্মদ বাহাদুর। প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া-টেকনাফ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগ সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর উখিয়ার পালংখালী থেকে নির্বাচনী প্রচারনা শুরু করতে প্রথমবারের মতো পালংখালীতে মতবিনিময় সভা আহবান করেন। কিন্তু সোহেল আহম্মদ বাহাদুর সভাস্থলে আসার পূর্বেই পালংখালী যুবলীগ আহবায়ক কামাল হোসেন সওদাগর ও যুগ্নআহবায়ক রেজাউল করিম ছুট্টু দু’ গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। উপজেলা সভাপতি মুজিবুল হক আযাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ সিনিয়র নেতারা কামাল হোসেন সওদাগরের সভাস্থলে উপস্থিত হন। অপরদিকে ইউনিয়ন যুবলীগের তৃনমূল নেতাকর্মীরা রেজাউল করিম ছুট্টুর পক্ষে অবস্থান নেন। ওইসময় দু’পক্ষের অনুসারীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে সোহেল আহম্মদ বাহাদুর পালংখালী ষ্টশনে পৌছালে দু’গ্রুপের নেতারা স্ব স্ব সভাস্থলে নিতে সোহেল আহাম্মদ বাহাদুরকে নিয়ে টানাটানি করতে থাকেন। একপর্যায়ে দু’গ্রপের নেতাকর্মীরা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হলে সোহেল আহম্মদ বাহাদুর তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে নেতাকর্মীদের উপর বিরক্ত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। উপজেলা যুবলীগের দায়িত্বশীল এক নেতা জানান, তিনি মিটিংয়ে উপস্থিত থাকলেও তার টার্গেট ছিল সোহেল আহম্মদ বাহাদুরকে ‘সাইজ’ করা। তিনি তা আচ করতে পেরে দ্রুত পালিয়ে যান। যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের সাথে উখিয়া-টেকনাফে এমপি আবদুর রহমান বদি আছেন। বদির নির্দেশ মতো সভা বানচাল করেছেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।