হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা মটর চালক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে টেকনাফ উপজেলা মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে মিছিল সহকারে হ্নীলা হাইস্কুল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে এক বিজয়র্যালী হ্নীলা বাসষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় অস্থায়ী কার্যালয় ওএস পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মটর চালক লীগের সদস্য ছৈয়দ আলম কালুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মটর চালক লীগ নেতা হোছাইন আহমদ, আব্দুল জলিল, আবু হানিফ, ছৈয়দ আলম, মোঃ আলী, আবুল বশর, নুর মোহাম্মদ, দেলোয়ার হোছন, দিল মোহাম্মদ, মোঃ ইউনুছ, হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুবেল প্রমুখ। উক্ত সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদের আতœার শান্তি কামনা করে আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভাশেষে ১৯৭১ সালের বীর শহীদের এবং সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মন্ত্রী ছায়েদুল হক ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে টেকনাফ উপজেলা মটর চালক লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।