টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই বোটসহ মিয়ানমারের ৭ মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃতদের পৃথক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র জানায়-২৬মার্চ সকাল ৯টারদিকে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ ও সেন্টমার্টিন ষ্টেশনের জওয়ানেরা প্রবাল দ্বীপের ৬কিঃমিঃ উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে লেঃ কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ভর্তি একটি কাঠের বোটসহ মিয়ানমারের দেবাইন এলাকার মোঃ হাকিমের পুত্র আঃ জলিল (৪০),আব্দুর রহমানের পুত্র মজি রহমান (১৮),মাহমুদ উল্লাহর পুত্র শহিদুল আমিন (৫০), দ্বীন মোহাম্মদের পুত্র রফিক (৪৫),মাহমুদের পুত্র আব্দুল মালেক (৬০),মোঃ তাসিনের পুত্র মোঃ আয়াস (২৫),মোঃ তাহেরের পুত্র মোঃ গনি (৩০)কে আটক করে। পরে বোট তল্লাশী করে ১লাখ ২৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা এবং বোটের মূল্য ৬কোটি ৪৫লক্ষ টাকা বলে জানানো হয়। আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের পর রাতেই জব্দকৃত ইয়াবা ও বোট টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।