টেকনাফে কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত এক লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।এসময় চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়েই আতœ রক্ষার্থে ১রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সুত্র জানায়-গত ২৭ডিসেম্বর রাত সাড়ে ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের বিশেষ একটি টহল দল ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সাঃ লেঃ আসমাদুল ইসলামের নেতৃত্বে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে টহলে গিয়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকা ধাওয়া করে নিকটে গেলে কোস্টগার্ডকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারে পালিয়ে যেতে থাকে। কোস্টগার্ড সদস্যরা আতœরক্ষার্থে এক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করলে সাগরে একটি পুটলা ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা পুটলাটি উদ্ধার করে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনে এনে গণনা করে কোস্টগার্ডের নির্ধারিত মূল্যে ৫কোটি টাকার ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা বড়ি টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।