টেকনাফ পৌর এলাকায় অগ্নিকান্ডে পন্যের গুদাম পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ৩০/৩৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায় ১৯ জানুয়ারী ভোররাতে টেকনাফ পৌর এলাকার বাসষ্টেশনস্থ তরকারী বাজার গুদাম অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে মোস্তফা হাজীর মিল,নুরুল আলম,জাফর আলমসহ ৫/৬জনের তরকারীর গুদামে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোথা থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত তা জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৩০/৩৫ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।