হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।
জানা যায়,২৪সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ শামলাপুর গুচ্ছগ্রাম এলাকাস্থ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি গতিরোধ করলে একজন যাত্রী দ্রুত পালিয়ে যায়। গাড়িটি তল্লাশী করে ৮শ পিস ইয়াবা বড়িসহ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার হামিদ হোসনের পুত্র মোঃ আজিজ (২৫) ও জহির আহমদের পুত্র মোঃ পারভেজ (১৯)কে আটক করেন। আটককৃতদের স্বীকারোক্তিতে টেকনাফ পৌরসভার কেকে পাড়ার মৃত আফজলের পুত্র শামসুল আলম প্রকাশ পুতুইক্যা ওরফে আপ্পুস (২৫)কে পলাতক আসামী করে ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।