টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১১কোটি ২৪লক্ষ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮০ হাজার ইয়াবা বড়িসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়,গত ১৮মার্চ শেষরাত পৌনে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির বিশেষ টহল দল নিয়ে নাফনদীর জইল্যাদ্বীপে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক নাফনদীর শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র নদীতে লাফ দিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। নৌকাটি আয়ত্বে নিয়ে তল্লাশী চালিয়ে একটি বড় বস্তা পাওয়া যায়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১১কোটি ২৪লক্ষ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।