১৫ এপ্রিল, ২০২৫ | ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফ মানব পাচারের চেষ্টাঃ পুলিশী অভিযানে ৫ ভিকটিমসহ দালাল আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের সাগর উপকূলীয় পয়েন্ট দিয়ে আসন্ন শীত মৌসুমকে পুঁজি করে আবারো মালয়েশিয়া কেন্দ্রিক মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ ভিকটিমসহ এক দালালকে আটক করেছে।
জানা যায়,গত ১৩ ডিসেম্বর রাত পৌনে ৮টারদিকে টেকনাফ বাহারছড়া সাগর উপকূলীয় পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠছে। এই ধরনের একটি মানব চালান পাচারের প্রস্তুতিকালে বিশেষ সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্জন কান্তি দাশ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বড় ডেইল হতে অভিযান চালিয়ে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আবু তাহেরের পুত্র জিয়াউল হক (১৯), মোঃ হোছনের পুত্র মোঃ হারুন মিয়া (২০), রামু খুনিয়াপালংয়ের উজির আলীর পুত্র মোঃ আলম (১৬), ফকির আহমদের পুত্র ছৈয়দ হোসন (৩৯), রাজাপালং দক্ষিণ পুকুরিয়ার মৃত ইউসুফ আলীর পুত্র আলী হোসেন (৪৫) ও দালাল স্থানীয় মোঃ ইসমাইলের পুত্র মোঃ নুরুল আমিন প্রকাশ নুর আলম (৪০) কে আটক করেন। তাদের স্বীকারোক্তি মতে ধৃত দালালকে প্রধান আসামী করে একই এলাকার মোঃ ইসমাইলের পুত্র বেলাল হোসন (৩৫), মৃত ওসমান মিয়ার পুত্র মোঃ উল্লাহ (৩৫), ফজল আহমদের পুত্র জালাল আহমদ (৪৯), জালাল আহমদের পুত্র আজিজুর রহমান (২৫) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত আসামীকে আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।