২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টেকনাফ শাহপরীর দ্বীপে মাদক চোরাচালান ও পাচার বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 


টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে শাহপরীরদ্বীপে মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬মার্চ বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারে মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্থানীয় কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ জিকুর পরিচালনায় উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ মইন উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন,টেকনাফ মডেল থানার এসআই জয়নাল আবেদীন,এসআই মোক্তার আহমদ,বিজিবি শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার আতিকুর রহমান। বক্তব্য রাখেন সাবরাং ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন,৮নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম রেজু,৯নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক,সংরক্ষিত মহিলা সদস্য ছেনোয়ারা বেগম। এতে বক্তারা বলেন বর্তমানে টেকনাফ সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী যতই কঠোর হচ্ছে; ততই পাচারকারী ও বহনকারীরা কৌশল পাল্টিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধী চক্র এইভাবে অপতৎপরতা চালালে আগামীতে দেশ ও জাতিকে এই অপকর্মের চরম মূল্য দিতে হবে। তাই ইয়াবাসহ মাদক চোরাকারবারী,পাচারকারী যেই হোক এবং যত বড় শক্তিশালী হোক তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। আপনারা এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে আইন-শৃংখলা বাহিনীকে সহায়তা করুন। বর্তমানে এসব মাদক বাণিজ্যে সম্পৃক্তদের তালিকা তৈরীর কাজ চলছে। এসব অপরাধীরা সংশোধিত না হলে আগামীতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সভায় উপস্থিত সকলে সময় থাকতে আপনাদের পরিবার-পরিজন ও প্রতিবেশীদের নিয়ে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি মনির উল্লাহ,ডাঃ মোঃ শফি, কোষাধ্যক্ষ লাল মিয়া লালু,মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা,সদস্য ইয়াকুব আলী,আব্দু শুক্কুর,সৈয়দ করিম,মোঃ ইউনুছ,সিরাজুল ইসলাম, আব্দুল গণি,নুরুল হক,সোলতান আহমদ,আব্দু শুক্কুর প্রমূখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।