টেকনাফ উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিক বোঝাই চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার ভোরে টেকনাফের নাফ নদীর তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরে নাফ নদীর জাদিমুরা সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই এ চারটি নৌকা ফেরত পাঠানো হয়। প্রতি নৌকায় ১০ থেকে ১২ জন করে রোহিঙ্গা নাগরিক ছিল বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।