টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে প্রায় ১৩হাজার ইয়াবা বড়ি ও অনুপ্রবেশকারী ৯জন মিয়ানমার নাগরিককে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়-২৯মার্চ ভোর ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ সদর বিওপির হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ একটি টহল দল হেচ্ছারখাল সংলগ্ন নাফনদীতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নৌকা বোঝাই একদল লোক আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অপরাপর টহল দলের সহায়তায় মিয়ানমারের আকিয়াব জেলার মংন্ডু থানার নাইটাল ডিলের মোঃ নুরুল হকের পুত্র মোঃ আব্দুল হাই(২০),নুর হোছনের পুত্র মোঃ আমানুল্লাহ(৩০),সিকদারপাড়ার মোঃ শরীফের পুত্র মোঃ রহিম(২০),ধলিয়াপাড়ার মৃত হাবিব আহমদের পুত্র মোঃ জাকারিয়া(৪০),জামনিয়াপাড়ার মৃত হোছন আহমদের পুত্র মোঃ নূর কবির(২৫),মুন্যাপাড়ার মৃত নুরুর পুত্র সাইফুল ইসলাম(২৮),বম্বুপাড়ার মৃত হোছনের পুত্র শফিক আলম(২৯),মংন্ডুর মৃত হাশিমের পুত্র মামুনুর রশিদ(২০),ঘোনাপাড়ার ইসমাঈলের স্ত্রী মোসাঃ দিলকায়াজ(২৫) এবং অনুপ্রবেশ করতেসহায়তাকারী পুরান পল্লানপাড়ার নুর মোহাম্মদের পুত্র মোঃ সেলিম(২০),নাইট্যং পাড়ার মোঃ আব্দুলের পুত্র মোঃ সাইফুল ইসলাম(৩০),মোঃ আক্তারের পুত্র মোঃ আরমান(২১),কালা হোছনের পুত্র হাফেজ আহম্মদ(২১),হাবিবুর রহমানের পুত্র মোঃ সাইফুল(২৩)কে আটক করে। আটককৃতদের শরীর তল্লাশী করে ৩৮লক্ষ ৯১হাজার৯শ টাকার ১২হাজার ৯শ ৭৩পিস ইয়াবা বড়ি,তাদের ব্যবহৃত ৪০হাজার টাকা মূল্যমানের ৯টি মোবাইল সেট,২হাজার টাকা মূল্যমানের ২টি হাত ঘড়ি ও বাংলাদেশী নগদ ৪হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় নাইট্যংপাড়াস্থ গোদারপাড়ার আব্দুল শুক্কুরের পুত্র মোঃ শফিকুল্লাহ(৫২),আব্দুল হালিমের পুত্র মোঃ আব্দুল আমিন(৩০)পলাতক আসামী করে পৃথক আইনে মামলা দায়েরের পর ধৃত আসামীসহ জব্দকৃত ইয়াবা বড়ি,মোবাইল ফোন,হাতঘড়ি ও নগদ টাকা টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।