১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে আনুষ্ঠানিকভাবে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন


টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন,উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র”শ্লোগানে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে টেকনাফে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
৯জানুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রশাসন চত্বর হতে ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের নেতৃত্বে সরকারী কর্মচারী, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সমন্বয়ে এক বিরাট র‌্যালী পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে টেকনাফ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।এরপর সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উপজেলা পরিষদ হলরোমে এক আলোচনা সভা ইউএনও মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এমএ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম,উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম,উপজেলা রিসোর্ট ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইলিয়াছ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি বক্তব্য রাখেন।উক্ত মেলায় সরকারের জনহিতকর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনতার মাঝে তুলে ধরার জন্য আহবান জানানো হয়। উক্ত মেলায় প্রায় ৪০টি স্টল তাদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। ৯জানুয়ারী হতে শুরু হয়ে উক্ত মেলা আগামী ১১জানুয়ারী পর্যন্ত চলবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।