হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও মিয়ানমারের চোরাই সিগারেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
জানা যায়,১৪ নভেম্বর সকাল ৭টারদিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের প্রধান গেইট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের আইসি মোঃ কবির হোসেন বিশেষ পুলিশ নিয়ে তল্লাশী চালিয়ে ১হাজার ৫শ পিস ইয়াবা বড়ি ও ১৯ কার্টূন মিয়ানমারের চোরাই সিগারেটসহ নতুন অনুপ্রবেশকারী নুর কবিরের পুত্র নুর হাশিমকে আটক করে। আটক ব্যক্তিকে ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।