টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ যাত্রীবাহী যানবাহনে অভিযান চালিয়ে ইয়াবা ও মাহিন্দ্রারাসহ চালককে আটক করেছে।
সুত্র জানায়-৮ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১২টারদিকে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি এসআই জামাল হোসেন দায়িত্ব পালনকালে নাম্বারবিহীন সন্দেহভাজন একটি মাহিন্দ্রারা তল্লাশী চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়িসহ ঊনছিপ্রাংয়ের মৃত নজির আহমদের পুত্র নেজাম উদ্দিন (১৮)কে আটক করে। আটক মাহিন্দ্রারা চালককে মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাড়ি ও চালককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।