হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ অনুপ্রবেশকালে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে। সুত্র জানায়,গত ২৩ জানুয়ারী রাত সাড়ে ১০টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদর বিওপির নায়েক মোঃ ফজলুল হক সর্ঙ্গীয় টহল দল নিয়ে হেচ্ছার খাল এলাকায় টহল দেওয়ার সময় একব্যক্তি একটি টিফিন বক্স নিয়ে আসতে দেখে থামানোর জন্য বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধাওয়া করে আকিয়াব জেলার মন্ডু থানার ২নং মন্ডুর বাসিন্দা মোঃ ফিরোজের পুত্র মোঃ ফয়সাল (২০) কে আটক করে। উক্ত টিফিন বক্স তল্লাশী করে বেশ কিছু ইয়াবার পুটলা পাওয়া যায়। তা গণনা করে ৪৫ লক্ষ ২৫ হাজার ৫শ টাকার ১৫ হাজার ৮৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বহনের মামলায় জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।