টেকনাফে ৪২ বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা সহ ১যুবককে আটক করেছে। এঘটনায় ধৃত যুবককে প্রধান ও পাচারে সহযোগী অপর ১যুবককে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, ১১মে সকাল সাড়ে ৭টার দিকে সাবরাং আলোগোলা প্রজেক্টস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩৪লক্ষ ৭৩হাজার ৪শ টাকা মূল্যের ১১হাজার ৫শ ৭৮পিচ ইয়াবা সহ মৌলভীপাড়া এলাকার মৃত আহমেদ হোসনের পুত্র মোঃ ইব্রাহীম(২৬) কে আটক করে। এঘটনায় একই এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল গণি(৩০) কে পলাতক আসামী করা হয়েছে। ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।