১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে কোটি টাকার মৎস্য খামার কেটে দিয়েছে দূর্বৃত্তরা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে একটি প্রভাবশালী চক্র সংঘবদ্ধ হয়ে জবর দখলের লক্ষ্যে প্রকাশ্য দিবালোকে কোটি টাকা মুল্যের মৎস্যঘেঁর কেটে দিয়েছে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্থ মালিক আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন।

জানা যায়,১৭ নভেম্বর ভোরে মিনাবাজারের পূর্বপার্শ্বে সেংগ্রী খাল সংলগ্ন এলাকায় মরহুম আমির আলীর পুত্র মীর কাসেমের মালিকানাধীন ও ভোগ-দখলীয় মৎস্য খামারে মালিক পক্ষের কেউ না থাকার সুযোগে স্থানীয় সাবেক নুর আহমদ মেম্বারের নির্দেশে ৩৫/৪০জনের একটি স্বশস্ত্র গ্রুপ প্রায় ৬একর তথা ১৫কানি মৎস্যঘেঁর কেটে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে প্রজেক্টে থাকা বিভিন্ন প্রজাতির ২০লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় মেম্বার শাহ আলমকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ন্যাক্কারজনক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,মীর কাশেমের দখলীয় মৎস্যঘেঁর প্রতিপক্ষের লোকজন কেটে ক্ষতিগ্রস্থ করেছে বলে তিনি অবগত হয়েছেন। এই ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বার নুর আহমদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে না পাওয়া বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ওযার্ড মেম্বার শাহ আলম বলেন,কারো সাথে বিরোধ থাকলে বসে সমাধান করাই ভাল। তবে এই জাতীয় নিষ্ঠুরভাবে সম্পদের ক্ষয়ক্ষতি কাম্য নই। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান,এই ব্যাপারে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ভাড়াটে বিশেষ মহলের কারনে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতি অব্যাহত থাকলে আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।