২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

টেকনাফে গোপন বৈঠককালে শিবিরের ১২ নেতাকর্মী আটক


টেকনাফে মসজিদে গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মী ও ক্যাডারকে আটক করেছে।
সুত্র জানায়-২১মার্চ বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আব্দুর রহিম,সাইফুল ইসলাম,এএসআই আলিম উল্যাহ ও সানোয়ারুল ইসলামের নেতৃতে একদল পুলিশ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পশ্চিম পাশের্^ জুনিয়র হাইস্কুল সংলগ্ন কোনাপাড়া মসজিদে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারী ও দক্ষিণ নাইক্ষ্যংখালী মৌলভীবাজারের মৃত দরবেশ আলীর পুত্র মোঃ রবিউল আলম ও টেকনাফ উপজেলা সভাপতি ও উত্তর আলীখালীর মকবুল হোছনের পুত্র সাদ্দাম হোসাইন,আলী আকবর পাড়ার মোক্তার আহমদের পুত্র মোঃ নাছির উদ্দিন,নুর হোছনের পুত্র ইমতিয়াজ উদ্দিন,বাদশা মিয়ার পুত্র সরওয়ার,সিরাজুল মোস্তফার পুত্র মনিরুল মোস্তফা,নুরুল কবিরের পুত্র নুরুল আলম, জাকিরুর রহমানের পুত্র মোঃ ইউছুপ,নুর হাশেমের পুত্র ওয়াহেদুল ইসলাম,মীর কাশেমের পুত্র আব্দুর রহিম,নুর নবীর পুত্র মোঃ নুরুল আজিজ ও মৃত হাজী কালা মিয়ার পুত্র আব্দুর রহমানসহ ইসলামী ছাত্র শিবিরের ১২জন নেতা-কর্মী ও ক্যাডারকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী তারা মসজিদের দরজা-জানালা বন্ধ করে গোপন বৈঠক করছিল এবং আগামী ২৪মার্চ হেফাজত ইসলামের আমির আহমদ শফির মাহফিলে কোন কিছু করার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং নাশকতার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজ্জামান গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ১২জন নেতা-কর্মী ও ক্যাডারকে আটকের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।