টেকনাফে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে ২বিজিবি ব্যাটালিয়ন। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ ৬০পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১জুন দুপুর সোয়া ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুর রহমান ও উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী টেকনাফ সদর বিওপিতে ঘুর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ ৬০পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়। এসময় উক্ত বিওপির কোম্পানী কমান্ডার মোহাম্মদ আলীসহ কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুর রহমান জানান,আমরা প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। তা পর্যায়ক্রমে অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।