হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়ার মৃত মঈন উদ্দিনের পুত্র মরহুম ফেরদৌস রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অর্তকিতভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন জড়ো হওয়ার পূর্বে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় কোন প্রকারে বাড়ির ছেলে কলেজ ছাত্র গিয়াস উদ্দিন, স্কুল ছাত্র আলা উদ্দিন ও গৃহকত্রী আলেমুন্নাহার প্রাণে রক্ষা পায়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকের ভাই রাহমত উল্লাহ জানান, অগ্নিকান্ডে নগদ দুই লক্ষ টাকা, ৬ভরি স্বর্ণালংকার, বাড়ির আসবাবপত্র ও মালামালসহ প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।