টেকনাফে নাফনদী নদীতে ভেসে আসা এক বেওয়ারিশ মহিলার লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।
জানা যায়-৬ডিসেম্বর দুপুর সোয়া ১টারদিকে টেকনাফের নাফনদীর হ্নীলা দমদমিয়া পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা মহিলার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মুফিজুল আলম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর একটি মহিলার (৫৫) লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে টেকনাফ মঢেল থানার ওসি আব্দুল মজিদ জানান অজ্ঞাতনামা মহিলার লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এই মৃত্যুর কারণ কি বলা যাচ্ছেনা। তবে স্থানীয় লোকজন নৌকা ডুবির ঘটনায় এই মহিলার মৃত্যু হতে পারে বলে মনে করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।