নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে ১লাখ ৩০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে টেকনাফে বিজিবি জওয়ানেরা। মঙ্গলবার (২৮ জুলাই) অভিযান চালিয়ে এই পরিত্যক্ত ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোররাত ২টার দিকে মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলায় নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল। উপস্থিতি টের পেয়ে একটি বস্তা রেখে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি ৯০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।