টেকনাফের হ্নীলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৪মে হ্নীলা ওয়াব্রাং এলাকার ছয়দ উল্লার আড়াই বছরের শিশু পুত্র মোঃ শাহেদ বিকালের দিকে বাড়ির পাশেই খেলা করার সময় সকলের অজান্তে পার্শবর্তি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি । সন্ধ্যায় পার্শবর্তি পুকুরে শিশু পুত্র শাহেদের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১০টায় স্থানীয় গোরস্থানে শিশু পুত্র শাহেদের মরদেহ দাফন করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।