হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাগর উপকূলে অভিযান চালিয়ে ৬লাখ ইয়াবার চালান উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
জানা যায়, ৭ অক্টোবর সকাল ৭টারদিকে টেকনাফের সাগর উপকূলে ইয়াবার বড় চালান খালাসের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান এবং টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে পুলিশের একটি শক্তিশালী দল বাহারছড়া উপকূলের নোয়াখালী পাড়ায় বঙ্গোপসাগর উপকূলের অবস্থানকারী খালি নৌকায় অভিযান চালিয়ে ২টি এবং পরিত্যক্ত অবস্থায় ২টিসহ মোট ৪টি বস্তা উদ্ধার করে। তা থানায় এনে গণনা করে ৬ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ১৮ কোটি টাকা।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া সাংবাদিকদের জানান, এত বড় ইয়াবার চালান খালাসে কারা সংশ্লিষ্ট রয়েছে তা তদন্ত স্বাপেক্ষ পদক্ষেপ নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।